ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি :
পাবনার আসন্ন ভাঙ্গুড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি- ১,আওয়ামীলীগ- ১, কাউন্সিলর পদে ২৮ ও নারী কাউন্সিলর পদে ১০জন মনোয়ন পত্র জমা তিয়েছেন। মেয়র প্রার্থীরা হলেন আওয়ামীলীগের দলীয় প্রার্থী বর্তমান মেয়র গোলাম হাসনাইন রাসেল,বিএনপির দলীয় প্রার্থী মো: আব্দুল কাদের ।
আজ রোববার ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে রিটার্নিং অফিসার সৈয়দ আশরাফুজ্জামান এর নিকট তারা নিজেদের মনোনয়ন পত্র জমা দেন।
রিটানিং অফিসার ও ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান জানান, মেয়র পদে আওয়ামীলীগের ১জন এবং বিএনপির ১জন প্রার্থীর মনোনয়ন পত্র জমা পড়েছে । তবে নয়টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ২৮জন ও সংরক্ষিত তিনটি ওয়ার্ডের ১০ জন নারী কাউন্সিলর প্রার্থী তাদের মনোয়ন পত্র দাখিল করেছেন বলে তিনি জানান।
নির্বাচন কমিশনের তফশিল অনুযায়ী আজ রোববার বিকাল ৫টা পর্যন্ত মনোনযন পত্র দাখিলের সময় নির্ধারণ ছিল। আগামী ১৬ জানুয়ারি এই পৌরসভায় ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।