ভাঙ্গুড়া(পাবনা)সংবাদদাতা :
আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য পাবনার ভাঙ্গুড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের দলীয় চুড়ান্ত মনোনয়ন পেলেন বর্তমান মেয়র গোলাম হাসনাইন রাসেল।
শুক্রবার রাতে এই খবর এলাকায় পৌঁছার সঙ্গে সঙ্গে স্থানীয় নেতা-কর্মীরা আনন্দ মিছিল বের করে। প্রতিটি ওয়ার্ড থেকে মিছিলসহ বের হয়ে আসে অসংখ্য সমর্থক। পরে ভাঙ্গুড়া রেল চত্তরে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে নৌকার সমর্থনে আওয়ামীলীগের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।
এসময় ভাঙ্গুড়া পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন প্রাথী প্যানেলের অন্যতম উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আজাদ খান নৌকার প্রতীকের প্রতি পুর্ন সমথৃন জানিয়ে গোলাম হাসনাইন রাসেলকে বিপুল ভোটে জয়যুক্ত করতে সকলের প্রতি আহবান জানান। সেই সঙ্গে যোগ্য মানুষকে দলীয় মনোনয়ন দেওয়ায় আজাদ খান বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
অন্যান্যের মধ্যে আরো বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীর বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও মির্জাপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল হাই সিদ্দিকী বাচ্চু,আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি জাকির হোসেন ছবি,যুগ্ন সম্পাদক রমজান আলী ,সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আসলাম আলী প্রমুখ।
এ সময় গোলাম হাসনাইন রাসেল সমাবেশস্থলে উপস্থিত হলে হাজারো সমর্থক উল্লাসে ফেটে পড়ে। তারা মুহুর্মুহু জয় বাংলা ম্লোগান দিয়ে তাকে স্বাগত জানায়।
গোলাম হাসনাইন রাসেল তার বক্তব্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কোটি কোটি শুকরিয়া আদায় করে বলেন, জননেত্রী শেখ হাসিনা তাকে নৌকা প্রতীক বরাদ্দ দেওয়ায় তিনি খুব খুশি। এজন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উন্নয়ন ও অগ্রগতির প্রতীক হিসাবে যে নৌকা বাংলার মানুষের জন্য রেখে গেছেন তার জিম্মাদারিত্ব করছেন তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাঙ্গুড়া পৌরসভার মেয়র পদে নির্বাচনে প্রতিদ্বন্দিতার জন্য তাকে সেই নৌকা প্রতীক প্রদান করার সম্মান যাতে তিনি রক্ষা করতে পারেন সেজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।