পাবনার সুজানগরের ঐতিহ্যবাহী সাতবাড়ীয়া ডিগ্রি কলেজের উদ্যোগে শিক্ষার মানোন্নয়ন তথা শিক্ষার্থীদের প্রতি অভিভাবক-শিক্ষকদের পারস্পারিক দায়িত্ব কর্তব্য বিষয়ক এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার দুপুরে উক্ত কলেজ মিলনায়তনে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে দুই শতাধিক অভিভাবক অংশ নেন।
কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল বাছেত বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কলেজের গভর্র্নিং বডির সদস্য মোঃ শাহজাহান আলী মাস্টার, বিএনপি নেতা মোঃ আবুল কালাম, জামায়াতে ইসলামী নেতা মোঃ তৈয়বুর রহমান. সহকারী অধ্যাপক মোঃ জামাল উদ্দিন, অভিভাবক আমজাদ হোসেন, ফজলুর রহমান, মাসুদ আলী, আব্দুল মালেক, রেজাউল করিম রেজা, জেসমীন আক্তার, শামসুন্নাহার ও তামান্না আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মোঃ আবুল হাশেম।