পাবনার ভাঙ্গুড়ায় ককটেল বিস্ফোরণ মামলায় গোলাম মোস্তফা (৪০) নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার দুপুরে তাকে পাবনা কারাগারে পাঠানো হয়।
সে উপজেলার মন্ডতোষ ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি । তার বাড়ি উপজেলার চকমৈষাট গ্রামে।এর আগে শুক্রবার রাতে অভিযান চালিয়ে নিজ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান জানান, উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ মামলায় গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার দুপুরে তাকে পাবনা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।