ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে দাখিল করা আটটি মনোনয়নপত্রের মধ্যে সাতটি বৈধ ঘোষণা করা হয়েছে। অপরদিকে ভোটার সমর্থক ফরমে ত্রুটি ও মামলার কারণ দেখিয়ে একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
বাতিল হওয়া প্রার্থী হলেন পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু।
রোববার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মনোনয়ন যাচাইবাছাই শেষে এসব তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা ও পাবনা জেলা প্রশাসক মো. শাহেদ মোস্তফা।
বৈধ ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন—ধানের শীষ প্রতীকের প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম সরদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ যুব আন্দোলনের পাবনা জেলা (পশ্চিম) সভাপতি মাওলানা আনোয়ার শাহ, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঈশ্বরদী উপজেলার সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল আজাদ মল্লিক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ঈশ্বরদী উপজেলা সাধারণ সম্পাদক সোহাগ হোসেন এবং নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক ও নারী ঐক্যের কেন্দ্রীয় আহ্বায়ক শাহনাজ হকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহেদ মোস্তফা জানান, বাতিল হওয়া প্রার্থীর জন্য নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী আপিলের সুযোগ রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থীতালিকা প্রকাশ করা হবে।
এদিকে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থী বিএনপি নেতা জাকারিয়া পিন্টু বলেন, প্রার্থিতা ফিরে পেতে তিনি অবিলম্বে আপিল করবেন। আপিল নিষ্পত্তিতে প্রার্থিতা ফিরে পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।