ভাঙ্গুড়ায় আ’লীগ সভাপতির পদত্যা
ভাঙ্গুড়া (পাবনা)সংবাদদাতা :
ভাঙ্গুড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন বাদল আকন্দ। আজ শুক্রবার সকাল সাড়ে ১১টায় ভাঙ্গুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই ঘোষণা দেন। পদত্যাগের কারণ হিসাবে তিনি নিজের শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করলেও বর্তমান পরিস্থিতি বিবেচনায় তিনি আওয়ামী রাজনীতি ত্যাগের সিদ্ধান্ত নেন । এছাড়া আওয়ামী নেতা-কর্মীদের গ্রেফতার আতংক পদত্যাগের অন্যতম কারণ বলেও তার ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে।
ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের সাথে তিনি সম্পৃক্ত হবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বাদল আকন্দ বলেন আগামীতেও কোনো রাজনৈতিক দলের সাথে তার সম্পৃক্ত হবার ইচ্ছা নাই।।