চট্টগ্রামের পতেঙ্গার কর্ণফুলী ইপিজেডের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।
শুক্রবার দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে আগুন লাগে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। আগুন ইপিজেডের ‘অ্যারো ফেভারিট’ অফিস ভবন থেকে শুরু হয়ে আশপাশের অন্যান্য ভবনেও ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, আগুন নেভাতে দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়েছে ৮টি ইউনিট, যারা এখনো আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
সূত্র: আমার সংবাদ।