পাবনার ঈশ্বরদী থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পাবনা জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
বুধবার (০৯ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার সরাইকান্দি ও পাবনার সদরের গোপালপুর এলাকায় ডিবির এক আভিযানিক মহড়াতে এ অস্ত্র-গুলিসহ আবু বক্কার (৫৪) নামে একজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশী ওয়ান শুটার গান, ৫৬ পিস তাজা কার্তুজ (গুলি) উদ্ধার করে পুলিশ।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ৩টার সময় পাবনা জেলা গোয়েন্দার (ডিবি) মিডিয়া বিভাগ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ অভিযান এবং অস্ত্র-গুলিসহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে ডিবি ইনচার্জ রাশিদুল ইসলাম।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম দীর্ঘ সময় অনুসন্ধান করে অভিযান পরিচালনা করে ঈশ্বরদীর সরাইকান্দি ও পাবনার গোপালপুর এলাকায়। পরে একটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আবু বক্কার নামে একজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত ওই ব্যক্তির বিরুদ্ধে ঈশ্বরদী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের হয়েছে।
ওসি মো. রাশিদুল ইসলাম বলেন, ‘আমরা মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে অঙ্গীকারবদ্ধ। জননিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।’