তা’লীমুল কুরআন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা রফি উদ্দিন আহমাদের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবুল কালাম পাটওয়ারী ও সেক্রেটারি মাওলানা আবদুল হালিম।
মঙ্গলবার এক শোক বাণীতে তারা বলেন, মাওলানা রফি উদ্দীন আহমাদ বরেণ্য আলেমে দীন। তিনি তা‘লীমুল কুরআন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা লগ্ন সদস্য থেকে আমৃত্যু দায়িত্ব পালন করেছেন। কোরআন ভিত্তিক সমাজ কায়েম, কোরআনের আলোকে চরিত্র গঠন ও ভালো মানুষ তৈরির লক্ষ্যে বাংলাদেশে কোরআনের শিক্ষা ও প্রশিক্ষণ পদ্ধতি সহ সামগ্রিক কাজে তিনি আন্তরিকতা ও দক্ষতার স্বাক্ষর রেখেছেন। তিনি ছিলেন দলমত নির্বিশেষে সকল মানুষের নিকট গ্রহণযোগ্য একজন দা’য়ী। দেশ, জাতি ও মানুষের কল্যাণে তিনি সব সময় ছিলেন নিবেদিত প্রাণ।
আল্লাহ তা’য়ালা তাকে মাফ করুন, নেক আমল সমূহ কবুল করুন ও জান্নাতুল ফেরদাউসে উচ্চ মাকাম দান করুন। আমরা তার শোক সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। মহান রাব্বুল আ’লামীন তাদেরকে সবরে জামিল দান করুন।
মাওলানা রফি উদ্দিন আহমাদ বার্ধক্যজনিত কারণে রাজধানীতে চিকিৎসাধীন অবস্থায় ৬ জুলাই সকালে ৮২ বছর বয়সে ইন্তেকাল করেন। দুই দফা জানাজা শেষে সোমবার সকালে নোয়াখালীর কোম্পানীঞ্জে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
সূত্র: আমার দেশ।