সিরাজগঞ্জের চৌহালীতে জুয়ার আসরে অভিযান চালিয়ে নগদ টাকাসহ ৬ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত সোয়া ১টার দিকে এ অভিযান চালানো হয়।
আটকরা হলেন- চৌহালী উপজেলার চরবিনানই গ্রামের মো. গণি (২৯), শাহিন (৩০), বকুল সরকার (৫৪)। এ ছাড়া চরসলিমাবাদ গ্রামের আব্দুল বাতেন (৫২), খাসপুকুরিয়ার এলাকার রফিকুল ইসলাম (৪৫) ও সোলাইমান হোসেন (৪৫)।
চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চরনাকালিয়া গ্রামের শাহিন তালুকদারের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ৬ জুয়াড়িকে আটকসহ ৮১ হাজার ৬৫০ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় মামলা হলে শনিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়।
সূত্র: কালের কন্ঠ