1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম সোহেল ভারতে গ্রেফতার! আবরার ফাহাদের দেখানো পথে এনসিপি রাজনীতি করছে : নাহিদ তত্ত্বাবধায়ক সরকার বাতিলসহ সংবিধানের কয়েকটি ধারা অবৈধ ঘোষণা রাজনৈতিক নেতাদের সদিচ্ছার অভাবে পাবনা-ঢাকা সরাসরি ট্রেন সার্ভিস চালু হচ্ছে না বিগত তিনটি নির্বাচনে পক্ষপাতদুষ্ট বিদেশি পর্যবেক্ষকদের অনুমতি দেয়া হবে না: সিইসি নদীবন্দর সমূহে ১ নম্বর সতর্ক সংকেত জারি কুবি শিবিরের নতুন সভাপতি মাজহার, সেক্রেটারি আবির লঙ্কান মাটিতে ইতিহাসের দ্বারপ্রান্তে বাংলাদেশ রেকর্ড রেমিট্যান্স প্রবাহে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পেয়েছে মাওলানা রফি উদ্দিনের ইন্তেকালে তা‘লীমুল কুরআন ফাউন্ডেশনের শোক

সীমান্তে পুশইন হলেও সরকার একটা ধমকও দিতে পারছে না: বিএনপি নেতা আব্দুস সালাম 

বিশেষ প্রতিনিধি:
  • আপডেটের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১৮ সময় দর্শন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টামণ্ডলীর সদস্য ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, সীমান্তে পুশইন হলেও এই সরকার তাদেরকে একটা ধমকও দিতে পারছে না। ধমক দিতে হলে বিএনপিকে ক্ষমতায় বসাতে হবে। ভারতকে ঠেকাতে হলে বিএনপিকে দরকার।

আজ শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যায় পাবনা-৩ ( ভাঙ্গুড়া, ফরিদপুর ও চাটমোহর) আসনের দলের প্রাথমিক মনোনীত প্রার্থী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,দেশের সংকট এখনো কাটেনি। ফ্যাসিস্টরা সীমান্তের ওপারে বসে আছে। তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। তাই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি ছাড়া কোন বিকল্প নাই।

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, অনেকে বিএনপি ও আওয়ামী লীগকে এক করতে চায়। বিএনপি ও আওয়ামী লীগ এক নয়। বিএনপি হলো দেশের স্বাধীনতার পক্ষের দল আর আওয়ামী লীগ হলো চোরের দল।

কোন দলের নাম উল্লেখ না করে ওই বিএনপি নেতা বলেন, এখন আরেকটি দলকে ভুয়া বলতে হবে। কারণ তারা বিএনপির ক্ষতি করার চেষ্টা করছে। অথচ বিএনপি তাদেরকে দীর্ঘদিন আগলে রেখে ছিলো।

সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর মোজাহিদ স্বপন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল।

ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সদস্য সচিব সরদার জাফর ইকবাল হিরোকের সঞ্চালনায় সভায় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন, জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, যুগ্ম আহবায়ক আবু ওবায়দা শেখ তহিন,আনিসুল হক বাবু,ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট আরিফা সুলতানা রুমা প্রমুখ।

সভায় জেলার সবক’টি উপজেলা ও পার্শ্ববর্তী জেলাগুলোর বিভিন্ন উপজেলা থেকে কৃষক দল সহ কয়েক হাজার বিএনপি নেতা-কর্মী যোগ দেওয়ায় মতবিনিময় সভাটি জনসভায় রুপ নেয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host