বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম বলেছেন, আইনের যথাযথ প্রয়োগ না হওয়ার কারণে অনেক মাদক ব্যবসায়ী আইনের ফাঁক দিয়ে বেরিয়ে আসে। মাদকমুক্ত সমাজ গঠনে আমরা ব্যর্থ হলে জাতি অন্ধকারে চলে যাবে।
বৃহস্পতিবার আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষ্যে সকাল ৯টায় রাজধানীর ধানমন্ডিতে রবীন্দ্র সরোবরে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ধানমন্ডি থানা যুবদলের উদ্যোগে মাদক বিরোধী লিফলেট বিতরণ ও র্যালি অনুষ্ঠিত হয়। উক্ত র্যালি ও লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
ব্যারিস্টার অসীম বলেন, গঠনমূলক কর্মকাণ্ডের মধ্যে যুবকরা ব্যস্ত থাকলে মাদকাসক্ত হওয়ার সু্যোগ অনেকাংশেই কমে যাবে।তিনি অবিলম্বে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে জাতীয় সংসদ নির্বাচনের জোর দাবি জানান। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দেশের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা অসম্ভব।
সূত্র: আমার দেশ।