ইসরায়েল ও তার মিত্রদের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় বাংলাদেশের সরকার, জনগণ ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক গোষ্ঠীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ঢাকাস্থ ইসলামি প্রজাতন্ত্র ইরান দূতাবাস। বৃহস্পতিবার (২৬ জুন) দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কৃতজ্ঞতা প্রকাশ করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি শান্তিপূর্ণ সমাবেশ, সহানুভূতিপূর্ণ বক্তৃতা-বিবৃতি এবং বাংলাদেশের সর্বস্তরের নাগরিক, শিক্ষাবিদ, সামাজিক ও রাজনৈতিক কর্মীদের পক্ষ থেকে যে স্পষ্ট সংহতি প্রকাশ পেয়েছে, তা মানবিক সচেতনতা এবং ন্যায়বিচার, স্বাধীনতা ও জাতীয় মর্যাদার প্রতি গভীর অঙ্গীকারের প্রতিফলন।
ইরান দূতাবাস আরও জানায়, ইরানি জনগণের প্রতিরোধ আসলে একটি জাতীয় ইচ্ছাশক্তির প্রতিফলন, যা দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় তাঁদের দৃঢ় প্রতিশ্রুতিকে প্রকাশ করে। একইসাথে এই প্রতিরোধ আধিপত্যবাদ, বৈদেশিক আগ্রাসন এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের বিরুদ্ধে বিশ্বের সামনে একটি স্পষ্ট বার্তা হিসেবে বিবেচিত।
বিজ্ঞপ্তিতে ইসলামি প্রজাতন্ত্র ইরান পুনরায় উল্লেখ করে যে, আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ শুধু একটি বৈধ অধিকারই নয়, বরং এটি একটি নৈতিক ও মানবিক দায়িত্ব। এই প্রেক্ষাপটে জাতিসমূহের পারস্পরিক সংহতি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
এ বিষয়ে বিজ্ঞপ্তির শেষাংশে বলা হয়, “বন্ধুপ্রতিম ও ভ্রাতৃপ্রতিম বাংলাদেশের জনগণের এই মূল্যবান সমর্থন ও সংহতি আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এজন্য আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
সূত্র: এফএনএস।