পদোন্নতিজনিত কারণে পাবনার সুজানগর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রাফিউল ইসলামকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার বিকালে সুজানগর উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার্স ক্লাবের উদ্যোগে ওই সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিদায়ী কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রাফিউল ইসলাম। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ ফারুক হোসেন চৌধুরী, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জিল্লুর রহমান ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ সাগর হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মনোয়ার হোসেন। শেষে বিদায়ী কৃষি অফিসার রাফিউল ইসলামকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সূত্র: এফএনএস।