বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, পাবনার ঐতিহ্যবাহী সরকারি এডওয়ার্ড কলেজ শাখার আওতাধীন হলসমূহে সাংগঠনিক পুনর্গঠনের অংশ হিসেবে হল কমিটি গঠনের কার্যক্রম শুরু হয়েছে। এ উদ্যোগের প্রথম অংশ হিসেবে সোমবার (২২ জুন) বিজয় ২৪ হলের ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে।
নবঘোষিত কমিটিতে মোঃ হামিদুল ইসলামকে সভাপতি এবং মোঃ রাজু আহমেদ লিখনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। হামিদুল সমাজবিজ্ঞান বিভাগের সম্মান চতুর্থ বর্ষের এবং লিখন অর্থনীতি বিভাগের সম্মান চতুর্থ বর্ষের ছাত্র।
এর আগে গত ২০ এপ্রিল এডওয়ার্ড কলেজ ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এরপর থেকেই কলেজের বিভিন্ন হল ভিত্তিক কমিটি গঠনের কার্যক্রম শুরু হয়েছে। প্রসঙ্গত, এডওয়ার্ড কলেজে বর্তমানে ছাত্রদের জন্য চারটি এবং ছাত্রীদের জন্য তিনটি আবাসিক হল রয়েছে।
ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, হলভিত্তিক এই সাংগঠনিক কাঠামো কলেজ ক্যাম্পাসে কার্যকর ছাত্ররাজনীতি পরিচালনা ও দলীয় কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে।