ঠাকুরগাঁওয়ে ভিআইপি অটোমোবাইল পরিবহনের একটি বাসের ধাক্কায় স্কুলের যাওয়ার পথে নিহত হয়েছেন বাবা-মেয়ে। মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টার দিকে সদর উপজেলার খইলাসাকুড়ি পোস্ট অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন ৭ জন। তাদের মধ্যে গুরুতর আহত ৩ জনকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত রাবেতুল কোবরা (১৪) বোদা পাইলট স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। বাবা আশরাফুল ইসলাম (৪৫) সিএনজিচালিত অটোরিকশা চালক। তাদের বাড়ি ভুল্লী থানার খইলসাকাড়ি গ্রামে।
প্রত্যক্ষদর্শী ডা. সাইদ বাবু জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী ভিআইপি অটোমোবাইল পরিবহনের একটি বাসের থাক্কায় সিএনজিচালিত অটোরিকশাটি খইলাসাকুড়ি পোস্ট অফিসের সামনে রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই বাবা-মেয়ে নিহত হয়েছেন।
এ ঘটনার ভুল্লি থানার ওসি সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনায় নিহতদের ময়নাতদন্তের ব্যবস্থা করা হচ্ছে । এ ব্যাপারে একটি মামলার প্রস্তুতি চলছে ।
সূত্র: আমার দেশ।