চট্টগ্রামের সীতাকুণ্ডে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামের সৌদি প্রবাসী সাইদুল ইসলাম শাহিনের একমাত্র পুত্র নিহত শিশু নেহাল (৩) ও বারৈয়াঢালা ইউনিয়নের ছোটদারোগা হাট পূর্ব ধর্মপুর গ্রামের বাসিন্দা ব্যবসায়ী নাসির উদ্দিনের মেয়ে জান্নাতুল মাইশা (৬) পুকুরের পানিতে ডুবে মৃত্যুবরণ করে।
জানা যায়, রোববার ২২ জুন দুপুর ১২ টায় নিহত শিশু নেহাল খেলতে গিয়ে সবার অজান্তে বসতঘরের পিছনে থাকা পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। নেহালকে দেখতে না পেয়ে সবাই খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে এক পর্যায়ে বসতঘরের পেছনে থাকা পুকুরে নেমে নেহালকে খুঁজতে গিয়ে পুকুরের পানিতে ডুবন্ত অবস্থায় তার নিথর দেহ দেখতে পায়। এ সময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরদিকে বারৈয়াঢালা ইউনিয়নের ছোটদারগাহাট এলাকায় ধর্মপুর গ্রামের স্থানীয় বাসিন্দা নাসির উদ্দিনের মেয়ে মাইশা দুপুরে পরিবারের সদস্যরা যখন ঘুমাতে যায় এসময় খেলতে গিয়ে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে পড়ে ডুবে মৃত্যুবরণ করে। পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে তাকে দেখতে না পেয়ে বাড়ির চারপাশে খুঁজতে গিয়ে এক পর্যায়ে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে তার মৃতদেহ ভাসতে দেখেন। তাকেও উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা আলতাফ হোসেন বলেন, সৈয়দপুর ও বারৈয়াঢালা ইউনিয়ন থেকে পানিতে ডুবে পড়েছে এমন দুইটা শিশুর নিথর দেহ হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করেন।
সূত্র: এফএনএস।