পাবনার ফরিদপুর উপজেলার বনওয়ারীনগর সরকারি সি বি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ইংরেজি শিক্ষক শেখ আব্দুস সালাম (৭০) মারা গেছেন।শনিবার (২১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ায় ছেলের বাসায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি কিডনি জটিলতায় ভুগছিলেন।
শেখ আব্দুস সালাম ফরিদপুর উপজেলার বৃলাহিড়ীবাড়ি ইউনিয়নের কচুয়া পাড়া গ্রামের মৃত হাজী মাওলানা জিন্দার হোসেনের ছোট ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহি রেখে যান।
জানা গেছে, আব্দুস সালাম দীর্ঘ ৩২ বছর বনওয়ারীনগর সরকারি সি বি পাইলট উচ্চ বিদ্যালয়ে ইংরেজি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৩ সালে তিনি অবসরে যান। তাঁর দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি ছাত্র-ছাত্রীদের মাঝে যেমন শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেছিলেন, তেমনি সহ-কর্মীদের কাছেও ছিলেন এক পরম আস্থার ব্যক্তিত্ব।
তাঁর শিক্ষাদান পদ্ধতি, ভাষাগত দক্ষতা এবং শিক্ষার্থীদের প্রতি অগাধ মমত্ববোধের কারণে ফরিদপুর উপজেলার শিক্ষাঙ্গনে তিনি এক অনন্য উদাহরণ হয়ে ছিলেন। তাঁর মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
শনিবার (২১ জুন) রাত সাড়ে সাতটার দিকে উপজেলার কচুয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। তার জানাজায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানায়। পরে কচুয়া পাড়া কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
শেখ আব্দুস সালাম পাবনার ভাঙ্গুড়া প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক শেখ সাখাওয়াত হোসেনের আপন চাচা।
বনওয়ারীনগর সরকারি সি বি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এক শোকবার্তায় বলেন, আব্দুস সালাম ছিলেন আমাদের প্রতিষ্ঠানের একজন শ্রদ্ধেয় ও আদর্শ শিক্ষক। অবসর গ্রহণ করলেও প্রয়োজনে আমরা তা পরামর্শ নিতে পেরেছি। তাঁর মতো একজন অভিজ্ঞ ও মেধাবী শিক্ষককে হারানো আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। আব্দুস সালামের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন তিনি।