কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ী সীমান্তে এবার ১৪ জন ভারতীয় নাগরিককে পুশইন করেছে বিএসএফ। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। এ সময় বিএসএফ সদস্যরা চার রাউন্ড গুলি ছোড়ে এবং সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটায়।
জানা গেছে, আসাম রাজ্যের কাকরিপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা আন্তর্জাতিক মেইন পিলার ১০৬৭-এর ১ সাব এলাকা দিয়ে পাঁচজন নারীসহ ১৪ জন ভারতীয় নাগরিককে বড়াইবাড়ী সীমান্তের অভ্যন্তরে ঠেলে দেয়। বিষয়টি টের পেয়ে স্থানীয় গ্রামবাসীরা ওই ব্যক্তিদের আটক করে বিজিবির হাতে তুলে দেন।
বিজিবি যখন ওই ভারতীয় নাগরিকদের নিয়ে সীমান্তের শূন্যরেখায় পৌঁছায়, তখন বিএসএফ সদস্যরা অকথ্য ভাষায় গালিগালাজ করে ও চার রাউন্ড গুলি ছোড়ে এবং সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটায়। এর জেরে সীমান্তে চরম উত্তেজনার সৃষ্টি হলে উভয় পক্ষের টহল জোরদার হয় এবং স্থানীয় বাসিন্দারাও সেখানে জড়ো হন।
বড়াইবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আঞ্জু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছি।
স্থানীয় বাসিন্দা সুজন আহমেদ বলেন, ভোরে বিএসএফ কাঁটাতারের গেট খুলে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পাঠিয়ে দেয়। আমরা বিষয়টি বুঝতে পেরে তাদের আটক করে বিজিবিকে জানাই।
এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির পরিচালক লে. কর্নেল নজরুল ইসলাম বলেন, এটি একটি গুরুতর সীমান্ত লঙ্ঘন। আমরা এর তীব্র প্রতিবাদ জানিয়েছি। বিএসএফ এখন পতাকা বৈঠকের প্রস্তাব দিয়েছে। বৈঠকের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।বর্তমানে বিজিবি ও স্থানীয় জনগণের উপস্থিতিতে বড়াইবাড়ী সীমান্তে টান টান উত্তেজনা বিরাজ করছে।