সাত দিনের মধ্যে ফ্যাসিবাদের দোসর আমলাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে সরকার, এমন আশ্বাসে সচিবালয় থেকে বের হয়ে আন্দোলন স্থগিত করেছে জুলাই মঞ্চ। মঙ্গলবার দুপুর ১২টা ১০ মিনিটের দিকে পুলিশ পাহারায় সচিবালয়ের ভেতরে প্রবেশ করে জুলাই মঞ্চের ১০ সদস্যের প্রতিনিধি দল। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, আলোচনার জন্য তাদের ভেতরে নিয়ে যাওয়া হয়।
মঙ্গলবার সকালে পুলিশের ১৪৪ ধারা উপেক্ষা করে সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে জুলাই মঞ্চ। সচিবালয় ও এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের চলমান আন্দোলনে অংশগ্রহণকারীদের ফ্যাসিবাদের দোসর উল্লেখ করে তাদের উৎখাতের দাবিতে গতকাল সোমবার রাত থেকে তারা সচিবালয়ের সামনে ওসমানী মিলনায়নে পাশে অবস্থান করছিলেন। বেলা ১১টার দিকে তাদেরকে পুলিশ অবস্থান কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ করলে তারা অনঢ় থাকার অঙ্গিকার ব্যক্ত করেন।
এদিকে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য পরিষদের নেতা ও সাবেক সচিব এবিএম আব্দুস সাত্তার সাংবাদিকদের বলেন, ৩৩৪ জনের একটি তালিকা সরকারকে দিয়েছি কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। ফলে সচিবালয়ে নানা গ্রুপে বিভক্ত হয়ে কর্মচারীরা অস্থিরতা তৈরি করছে।
সূত্র: আমার দেশ।