পাবনার চাটমোহরে নিহত দিনমজুর কিশোর ইতুল হাসানের অসহায় হতদরিদ্র পরিবারকে সহায়তা প্রদান করেছেন উপজেলা প্রশাসন।
রোববার (২৫ মে) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী নিহত ইতুলের বসতবাড়ি উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের কাজিরচর গ্রামে গিয়ে তার বৃদ্ধ পিতা নবীর উদ্দিনের হাতে নগদ ১০ হাজার টাকা ও শুকনো খাবার তুলে দেন। এছাড়া তাদের বসতঘর মেরামতের জন্য সোমবার (২৬ মে) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২ বান্ডিল ঢেউটিন প্রদান করা হয়েছে।
উল্লেখ্য,শনিবার (২৪ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ছাইকোলা ইউনিয়নের মিলনচর এলাকায় গুমানী নদী থেকে ইতুল হাসানের মরদেহ উদ্ধার করা হয়। শুক্রবার (২৩ মে) রাত দশটার দিকে কে বা কারা ইতুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। শনিবার সন্ধ্যায় গুমানী নদীর কাজিরচর ও মিলনচর সংযোগস্থলে একটি লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে লাশটি উদ্ধার করলে পরিবারের লোকজন নিশ্চিত করে এটি ইতুলের লাশ।
সূত্র: এফএনএস।