মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ পরবর্তী প্রতিক্রিয়া লিখন প্রতিযোগিতায় কলেজ পর্যায়ে দেশের মধ্যে সেরা দশে স্থান পেয়েছে ভাঙ্গুড়ার কলেজ ছাত্র মুবাশ্বির মুবিন তোহা।
মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি, একাত্তরের কন্ঠযোদ্ধা, বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন আলী যাকের স্মরণে মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ উদ্যোগে ভাঙ্গুড়ার সচেতন সাহিত্য পরিষদ গণ পাঠাগারের মাধ্যমে এর সদস্য মুবাশ্বির মুবিন তোহা গ্রন্থপাঠ পরবর্তী প্রতিক্রিয়া লিখন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ ঝরনা বসু ও মফিদুল হক সম্পাদিত ‘অবরুদ্ধ অশ্রুর দিন’ পাঠ করে তার পাঠ প্রতিক্রিয়া জমা দিলে বিচারকদের বিবেচনায় লেখার উপস্থাপনা যুক্তি ও ভাষার প্রয়োগ এবং নিজস্বতা ও সৃজনশীলতার বিচারে সেরা দশে স্থান পায়।
গত ২৩ মে (শুক্রবার) ঢাকায় মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে আরম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও সদস্য সচিব জনাব মফিদুল হক পুরস্কার হিসেবে একগুচ্ছ বই, সার্টিফিকেট এবং ৫০০০ টাকা সমমূল্যের একটি চেক তুলে দেন তোহার হাতে।
তোহা উপজেলার পৌর সদরের হারোপাড়া এলাকার বাসিন্দা ও পার্শ্ববর্তী চাটমোহর উপজেলার মির্জাপুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ তৈয়ব আলীর সন্তান এবং স্থানীয় সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী।
(এনএইচ)