পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ বিমানবাহিনীতে চাকরি দেওয়ার প্রলোভনে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার রাতে শহরের ফতেমোহাম্মদপুর এলাকার একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—নিউ কলোনির আজগর হোসেনের ছেলে আল আমিন (২২), বাপ্পি আলমের ছেলে শিহাব হোসেন (২০) এবং মৃত দিলসের ছেলে মো. নাদিম হোসেন (২৯)। তাদের কাছ থেকে মোবাইল সদৃশ তিনটি ওয়াকিটকি ও বিমানবাহিনীর ভুয়া আইডি কার্ড জব্দ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিমানবাহিনীর কর্মকর্তা পরিচয়ে প্রতারকেরা ফতেমোহাম্মদপুরের বাসিন্দা ও ওয়ার্কশপ ব্যবসায়ী জাবেদ খানের দুই ছেলেকে ‘ড্রোন গার্ড’ পদে চাকরি দেওয়ার আশ্বাস দেয়। তারা এ জন্য ১০ লাখ টাকা দাবি করে এবং ২ এপ্রিল জাবেদের কাছ থেকে নগদ ৬ লাখ ৪০ হাজার টাকা নেয়। চাকরির প্রয়োজনীয় কাগজপত্রও গ্রহণ করে তারা।
পরবর্তীতে আরও ১ লাখ ৫০ হাজার টাকা নেয় ‘ভেরিফিকেশন’ ও ‘মিষ্টি খাওয়ানো’র কথা বলে। পরে চাকরিপ্রার্থীদের রাজশাহীতে নিয়ে গিয়ে সামান্য শারীরিক প্রশিক্ষণ দিয়ে কিছু রেশনসামগ্রী দেয় এবং জানায়, ১৮ মে নিয়োগপত্র দেওয়া হবে। ২০ মে একটি অদ্ভুত চুক্তিনামা নিয়েও তারা জাবেদের বাড়িতে যায়। এতে সন্দেহ হলে জাবেদ খান ঈশ্বরদী থানায় অভিযোগ করেন।
থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, গোপন তদন্ত শেষে প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের আদালতে পাঠানো হয়েছে। চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
সূত্র: আজকের পত্রিকা।