পাবনার ভাঙ্গুড়ায় চেক জালিয়াতি মামলায় ইয়াহিয়া নামের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে থানা- পুলিশ।রবিবার ( ১৯ মে) রাত ৮ টার দিকে উপজেলার চন্ডিপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সে উপজেলার বৃদ্ধমরিচ গ্রামের আজগর আলীর ছেলে । ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, আবুল হোসেনের বিরুদ্ধে এনআই এ্যাক্ট ১৩৮ ধারায় পাবনা আদালতে একটি মামলা রয়েছে। আদালত মামলার বিচারিক প্রক্রিয়া শেষে তাকে ছয় মাসের কারাদণ্ড এবং ১০ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
ওসি জানান, ইয়াহিয়া দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার (২০ মে) দুপুরে পাবনা আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।