পাবনার ভাঙ্গুড়া উপজেলার বেতু্য়ান কমিউনিটি ক্লিনিক। সরকারের গ্রাম পর্যায়ে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ২০১২ সালে এই ক্লিনিকটি স্থাপন করা হয়। এখানে প্রাথমিক স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে ওষুধ মিললেও একটি সংযোগ সড়কের অভাবে দীর্ঘ ১৩ বছর ধরে দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। দুর্ভোগ লাঘবে নেওয়া হয়নি কার্যকর কোন পদক্ষেপ।
সরেজমিন গিয়ে দেখা যায়, চারপাশে ফসলের মাঠ। মাঝখানে দাঁড়িয়ে আছে কমিউনিটি ক্লিনিক ! যাতায়াতের জন্য নেই কোন সংযোগ সড়ক । অন্যের জমির আইল দিয়ে যাতায়াত করছেন সেবাগ্রহীতারা।
খোঁজ নিয়ে জানা যায়, সেসময় সড়কের পাশে কোন জায়গা না পেয়ে এলাকার জনৈক ব্যক্তির দানকৃত নদীপাড়া ফসলের মাঠে ক্লিনিকের ভবন নির্মাণ করা হয়। এরপর ক্লিনিকে যাতায়াতের জন্য সংযোগ সড়কের প্রয়োজনীয়তা দেখা দেয়। কিন্তু জমির মালিকরা সড়কের জন্য জায়গা দিতে অস্বীকৃতি জানান। এর বেশ কয়েক বছর পর সংযোগ সড়কের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত আবেদন করেন গ্রামের লোকজন। এরই পরিপ্রেক্ষিতে তখন সড়ক নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়। কিন্তু জমির মালিকদের বাঁধায় বন্ধ হয়ে যায় সড়ক নির্মাণ কাজ। দীর্ঘ ১৩ বছরেও একটি সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় দুর্ভোগ থেকে মুক্তি মিলছে না সেবা গ্রহীতাদের।
স্থানীয়রা জানান,ক্লিনিকটিতে যাতায়াতের জন্য সংযোগ সড়ক না থাকায় তাদের দুর্ভোগের শেষ নেই। অন্যের ফসলি জমির আইল দিয়ে ক্লিনিকে যাতায়াত করতে হয়। এনিয়ে জমির মালিকদের সঙ্গে মাঝে মধ্যেই বাগবিতণ্ডা হয়।গর্ভবতী মায়েদের সেখানে চিকিৎসা সেবা নিতে যাওয়া খুব কষ্টসাধ্য। এছাড়া সামান্য বৃষ্টি হলে কর্দমাক্ত পিচ্ছিল পথে চলাচলে ভোগান্তি বেড়ে যায়। আর বর্ষাকালে ক্লিনিকের ভেতরে পানি প্রবেশ করায় ব্যাহত হয় সেবাদান।
ওই গ্রামের আনসার আলী সরকার জানান, ‘সংযোগ সড়ক না থাকায় অন্যের জমির আইল দিয়ে কমিউনিটি ক্লিনিকে যাতায়াত করতে হয়। সেখান দিয়ে কোন ভ্যান গাড়িও ঢুকতে পারে না। এতে গর্ভবতী মাসহ অসুস্থ রোগীদের যাতায়াতে চরম সমস্যা হয়।’
সাজেদা খাতুন নামের এক নারী জানান, ‘ এলাকার নারীরা অসুস্থ হলে ওই ক্লিনিকে চিকিৎসা নিতে যান। কিন্তু সড়ক না থাকায় চলাচলে তাদের ভীষণ কষ্ট হয়। একটি সংযোগ সড়ক নির্মাণ হলে ভালো হতো।’
বেতুয়ান কমিউনিটি হেলথ ক্লিনিক প্রোভাইডার (সিএইচসিপি) ফরিদুল ইসলাম বলেন, ‘এখানে নিয়মিত স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়। একটি সংযোগ সড়ক নির্মাণ হলে সেবা নিতে আসা মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হতো।’
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খানম বলেন,’বেতুয়ান কমিউনিটি ক্লিনিকে যাতায়াতের জন্য সংযোগ সড়ক নির্মাণ করা জরুরি। তাই বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নাজমুন নাহার বলেন, ‘ওই ক্লিনিকটিতে যাতায়াতের জন্য সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।’