পাবনার চাটমোহরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত চার দিনে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ, যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ২১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ ।
রবিবার (১১ মে) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে থানা পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছে। এরা হলেন,ছাইকোলা ইউনিয়ন ৮নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বরদানগর গ্রামের মোঃ আঃ লতিফ,একই ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোলেমান প্রামানিক ও পার্শ্বডাঙ্গা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।
এরআগে গত শনিবার (১০ মে) দিবাগত রাতে ৫ নেতাকে গ্রেফতার করা হয়। এরা হলেন, বিলচলন ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হোসেন আলী খলিফা,সড়ক পরিবহন শ্রমিক লীগের চাটমোহর উপজেলার সাবেক সভাপতি মোঃ আলতাফ হোসেন,হান্ডিয়াল ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আমিনুর রহমান,হান্ডিয়াল ইউনিয়ন ৪নং ওয়ার্ডের যুবলীগ সদস্য মোঃ নাসির উদ্দিন ও নিমাইচড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ সুজন আলী ।
এছাড়া শুক্রবার (৯ মে) ও বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে আরো ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন,উপজেলার গুনাইগাছা ইউনিয়নের চরপাড়া গ্রামের আ.লীগ নেতা আঃ সামাদ,ফৈলজানা ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের স্বেচ্ছাসেবক লীগের নেতা ফিরোজ আহম্মেদ,মথুরাপুর ইউনিয়নের বৃ-গুয়াথড়া গ্রামের যুবলীগ নেতা শরিফুল ইসলাম ও আ.লীগ নেতা রফিকুল ইসলাম,মূলগ্রাম ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক বালুদিয়ার গ্রামের সিরাজুল ইসলাম,মথুরাপুর ইউনিয়ন আ’লীগ নেতা জবেরপুর গ্রামের মকবুল হোসেন ও স্বেচ্ছাসেবক লীগ নেতা সাড়োরা গ্রামের জাকির হোসেন,পৌর সদরের ছোট শালিখা মহল্লার আ’লীগ নেতা আব্দুল ওহাব,হান্ডিয়াল ইউনিয়ন আ’লীগ নেতা হোসেনপুর গ্রামের আব্দুস সামাদ,ফৈলজানা ইউনিয়ন আ’লীগ নেতা কুয়াবাসী গ্রামের রবিউল ইসলাম রাসেল ও আ’লীগ নেতা ছকির উদ্দিন,আলতাফ হোসেন এবং ফৈলজানা ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা চকমরম গ্রামের আজিজুল হক।
চাটমোহর থানা অফিসার ইনচার্জ মো. মনজুরুলল আলম জানান,গত ৪ দিনে পৃথক অভিযান চালিয়ে এসকল আসামীদের গ্রেপ্তার করা হয়। আটককৃতরা চাটমোহর থানার ২টি বিস্ফোরক মামলার আসামী। তাদের পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সূত্র: এফএনএস