পাবনার সাঁথিয়ায় কলেজের ছুটিতে বাড়ি এসে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মারুফ হোসেন(২০)নামের এক শিক্ষার্থীর। নিহত শিক্ষার্থী উপজেলার শশদিয়া গ্রামের লিটন প্রামানিকের ছেলে এবং পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট এর সিভিল ট্রেডের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
সোমবার(১২মে)সাঁথিয়া পৌরসভার দৌলতপুর মহল্লায় এ দুর্ঘটনা ঘটে।এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে স্বপ্না খাতুন(৪৫)নামে এক নারী আহত হয়েছেন। তাকে প্রথমে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।পরে অবস্থার অবনতি হলে তাকে পাবনা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
নিহতের পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মারুফ হোসেন কলেজের ছুটিতে বাড়ি এসে দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় পড়ালেখার খরচ যোগাতে সোমবার সকালে পৌরসভার দৌলতপুর মহল্লায় সিদ্দিকুর রহমানের বাড়িতে উপজেলার গাগড়াখালি গ্রামের রাজমিস্ত্রি জীবন হোসেনের সাথে তার সহাকারী হিসেবে কাজ করতে গিয়েছিলেন।কাজ করার সময় অসাবধানতাবশত সকাল ১০টার দিকে সে বিদ্যুতায়িত হয়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। চিকিৎসক জানিয়েছেন মারুফ হোসেন হাসপাতালে আসার আগেই মারা গেছেন। এ সময় বাড়ির মালিক সিদ্দিকুর রহমানের স্ত্রী স্বপ্না খাতুন তাকে উদ্ধার করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন।
সাঁথিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সেলিম রেজা স্বপন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ছেলেটি সম্পর্কে আমার ভাতিজা হয়। অভাবের সংসারের কারণে সে কলেজের ছুটিতে বাড়ি এসে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন।তার বাবার অনেক স্বপ্ন ছিল ছেলেটিকে ইঞ্জিনিয়ার বানাবে কিন্ত সে স্বপ্ন তার পূরণ হলোনা!
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)সাইদুর রহমান জানান, এ ব্যাপারে লিখিত কোন অভিযোগ পাইনি।অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।