পাবনার ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিস সহকারী মুস্তাফিজুর রহমানকে সাত দিনের মধ্যে এলাকা ছাড়ার হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় নিজের জীবনের নিরাপত্তা চেয়ে বৃহস্পতিবার (৮ মে) রাতে তিনি ভাঙ্গুড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
এর আগে এদিন সকালে তার হোয়াটসঅ্যাপ নম্বরে ক্ষুদে বার্তা পাঠিয়ে এই হুমকি দেওয়া হয়। শুক্রবার (৯ মে) সকালে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
জিডিতে উল্লেখ করা হয়,বৃহস্পতিবার সকাল সোয়া ৮ টার দিকে ইউএনও’র অফিস সহকারী মুস্তাফিজকে +৯৬৬৫৭৬৩৩০৮৫০ এই হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ক্ষুদে বার্তা পাঠিয়ে হুমকি দেওয়া হয়। এতে সাত দিনের মধ্যে তাকে ভাঙ্গুড়া ছেড়ে চলে যেতে বলা হয়। অন্যথায় মারধর করা সহ তার বড় ধরণের ক্ষতি করা হবে।
ভুক্তভোগী মুস্তাফিজুর রহমান বলেন,এঘটনার পর থেকে তিনি আতঙ্কে ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই ইউএনও’র সঙ্গে পরামর্শ করে থানায় জিডি করেছেন।
ওসি শফিকুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নাজমুন নাহার জানান, কে বা কারা অফিস সহকারী মুস্তাফিজকে হোয়াটসঅ্যাপ নম্বরে এলাকা ছাড়ার হুমকি দিয়েছেন। তার সঙ্গে তো কারো কোনো বিরোধ নেই। তাহলে কি কারণে তাকে হুমকি দেওয়া হয়েছে বিষয়টি তিনি বুঝতে পারছেন না। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি থানার ওসিকে বলেছেন।