নিজস্ব প্রতিনিধি: পাবনা জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট মাসুদ খন্দকারের শহরের বাড়িতে সোমবার রাতে হামলার ঘটনা ঘটে। এ সময় একটি ককটেল বিস্ফোরণসহ উপস্থিত নেতাকমীর উপর আক্রমণ করা হয়। এতে ২৫জন বিএনপি কর্মী আহত হন এবং ১৫টি মটোরসাইকেল ভাংচুর করা হয়েছে। এর প্রতিবাদে ভাঙ্গুড়া উপজেলা ও পৌর বিএনপি এবং অংঙ্গসংগঠনের নেতারা রাতেই বিক্ষোভ মিছিল করেন। পরে পথসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহবায়ক নুর মুজাহিদ স্বপন,সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক,সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল আজিজ,পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ,সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন প্রমুখ।
এছাড়া যুবদল,ছাত্রদল,কৃষকদল,স্বেচ্ছাসেবক দল প্রভৃতি দলীয় সংগঠনের নেতারা বক্তব্য দেন। বক্তারা দুষ্কৃতিকারিদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তির দাবি করেন। সেই সঙ্গে পাবনা-৩ এলাকার সবচেয়ে জনপ্রিয় নেতা ,জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তুখোর ছাত্রদল নেতা ও সাবেক জিএস এডভোকেট মাসুদ খন্দকারের পুর্ণ নিরাপত্তা প্রদানের জন্য প্রশাসনের প্রতি আহবান জানান হয়। অন্যথায় জাতীয়তাবাদি শক্তি ঐক্যবদ্ধভাবে দুষ্কৃতিকারিদের ধরে হাতে ব্যবস্থা করতে বাধ্য হবে বলে তারা হুশিয়ারি প্রদান করেন।
জানায়ায়, একদল দুর্বৃত্ত আনুমানিক রাত আটটার দিকে অতর্কিত হামলা চালায়। তখন এড.মাসুদ খন্দকার তার বাসার সামনের আঙ্গিনায় বিএনপির কিছু নেতাকর্মীর সাথে কথা বলছিলেন। তবে এ হামলায় দুর্বৃত্তরা তার কোনো ক্ষতি করতে পারেনি। হামলার সময় উপস্থিত নেতাকর্মীরা তাকে ঘিরে নিরাপত্তা প্রাচীর তৈরি করে পূর্ণ নিরাপত্তা প্রদান করেন। এদিকে হামলার খবরে মূহুর্তের মধ্যে শত শত বিএনপি কর্মী ছুটে আসেন। ততক্ষণে দৃর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনায় জেলা ও উপজেলা বিএনপির সর্বস্থরের মানুষের মধ্যে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সবাই নেমে আসেন রাজপথে। তারা বিক্ষোভ মিছিল করেন এবং অবিলম্বে হামলাকারিদের আটক করে আইনের আওতায় আনার দাবি জানান।
এদিকে এডভোকেট মাসুদ খন্দকারের বাড়িতে হামলার তীব্র নিন্দা করে অবিলম্বে দুষ্কৃতকারিদের গ্রেফতারের দাবি জানিয়ে বার্তা দিয়েছেন পাবনা জেলা বিএনপির আহবায়ক ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। আরো যারা বিবৃতি দিয়েছেন তাদের মধ্যে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ খান মন্টু,যুগ্ম আহবায়ক আনিসুল হক,বাবু,আবু ওবায়দা শেখ তুহিন ও নুর মোহাম্মদ মাসুম বগা উল্লেখযোগ্য।