বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আরাকান আর্মির জন্য মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্তে সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলা উচিত। দেশের সার্বভৌমত্ব যেন হুমকির মুখে না পড়ে, তা খেয়াল রাখতে হবে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের শেখবাজারে গণসংযোগ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আমরা এ দেশটাকে আরেকটি গাজায় পরিণত হতে দিতে চাই না। আর যুদ্ধ দেখতে চাই না।
তিনি বলেন, ১৫ বছর দেশের মানুষ শান্তিতে ছিল না। তারা ভোট দিতে পারেনি। তারা মামলা ও নির্যাতনের শিকার হয়েছে। লাখ লাখ টাকা পাচার করে দেশের অবস্থা খারাপ করা হয়েছে। এত অন্যায়ের কারণেই দেশের সন্তানেরা হাসিনাকে তাড়িয়ে দিয়েছে।
মির্জা ফখরুল বলেন, একটি শান্তিপূর্ণ নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকার এসেছে। আমরা আইনের শাসন চাই। এবার সুযোগ এসেছে বাছাই করে ভোট দেওয়ার, যাতে দেশটাকে নতুন করে আমরা সাজাতে পারি।
বিএনপি মহাসচিব বলেন, আমরা চাই ৩১ দফা বাস্তবায়ন হোক। আমরা চাই সংস্কার হোক এবং নির্বাচন হোক। বিএনপি ১৫ বছর বঞ্চিত ছিল। নির্বাচনের মাধ্যমে যদি বিএনপি সরকার গঠন করতে পারে, তবে সবার আগে এ দেশের বেকার সমস্যার সমাধান করা হবে।
সূত্র: আমার দেশ।