পাবনার চাটমোহরে রেললাইনে হাঁটতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ছগির প্রামাণিক (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। দূর্ঘটনাটি ঘটেছে রবিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় চাটমোহর রেলস্টেশনের পূর্বে মুলগ্রাম ইউনিয়নের জগতলা গ্রামে। নিহত ছগির প্রামাণিক জগতলা পূর্বপাড়া গ্রামের মৃত. খোরজান প্রামাণিকের ছেলে।
মূলগ্রাম ইউপি সদস্য ফরহাদ হোসেন মানিক ও স্থানীয়রা জানান,নিহত ছগির প্রামাণিক দীর্ঘ দিন যাবৎ শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন। প্রতিদিন সকালে তিনি বাড়ির পাশের রেললাইন দিয়ে হাঁটতেন। প্রতিদিনের মতো রবিবার সকালেও তিনি রেললাইনের উপর দিয়ে হাঁটছিলেন। এসময় রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সিরাজগঞ্জ রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল আলম দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান,রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সূত্র: এফএনএস।