আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে জুলুম, শোষণ, নিপীড়ন থাকবে না। যেখানে কোনো ধরনের বৈষম্য কিংবা দুর্নীতির দুর্গন্ধ থাকবে না, বলে মন্তব্য করেছেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান।
শুক্রবার ময়মনসিংহে আয়োজিত জেলা ও মহানগরের কর্মী সম্মেলনে তিনি একথা বলেন।
এ সময় ডা. শফিক ইসলামী শাসনব্যবস্থার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে বলেন, ‘আমরা মানবিক বাংলাদেশ চাই, যা হবে আল্লাহর বিধান, আল-কুরআন ও রাসুলের (সা.) সুন্নাহর ভিত্তিতে। যে ইসলামী রাষ্ট্রে দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত হবে।’
বক্তব্যে ডা. শফিক সমালোচকদের প্রতি ইঙ্গিত করে বলেন, “ইসলামী আইন কায়েম হলে হাত কেটে ফেলা হবে বলে যারা অপপ্রচার করে, তারা ভীতি ছড়াতে চায়। বাস্তবে ইসলাম প্রথমে মানুষের খাদ্য, বসবাস ও কর্মসংস্থানের দায়িত্ব রাষ্ট্রের উপর ন্যস্ত করে। অভাবের কারণে কেউ চুরি করলে তার হাত কাটার পরিবর্তে রাষ্ট্র তাকে সহযোগিতা করবে। তবে কোনো লোভী ও বিত্তবান অপরাধী চুরি করলে তখন প্রকাশ্যে আইন প্রয়োগ হবে, যাতে অন্যরা শিক্ষা নেয়।’
তিনি জোর দিয়ে বলেন, ‘ইনশাআল্লাহ, ইসলামী শাসন প্রতিষ্ঠিত হলে সমাজে নিরাপত্তা ও ন্যায়বিচার এমন পর্যায়ে পৌঁছাবে, যেখানে দুই-একটি বিচারের দৃষ্টান্ত দেখলেই অপরাধীরা সাহস পাবে না।’
দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা প্রসঙ্গে ডা. শফিক বলেন, বিগত সরকার দেশকে দুর্নীতি, বৈষম্য এবং নীতিহীনতার সাগরে ডুবিয়েছে। তিনি নতুন নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা জনগণকে সত্যিকারের ভোটাধিকার ফিরিয়ে দিন। আগে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে নিজেদের সদিচ্ছার প্রমাণ দিন। জনগণ তখনই আপনাদের আসল চেহারা চিনবে।’
তিনি আরো বলেন, দেশের সুশাসন ফিরিয়ে আনতে নির্বাচনে ‘পিয়ার সিস্টেম’ চালু করা জরুরি।
‘একই দেশে একদিকে ‘পিয়ার সিস্টেম’ আর অন্যদিকে ভিন্ন পদ্ধতি চলে না। ইউরোপের মতো উন্নত দেশগুলো যদি পিয়ার সিস্টেমে সফল হতে পারে, বাংলাদেশও পারবে।’
ডা. শফিক দেশবাসীর উদ্দেশে বলেন, ‘একটি সোনার বাংলাদেশ গড়তে হলে আগে সোনার মানুষ গড়তে হবে। আর এই সোনার মানুষ হবে তারা যারা আল্লাহকে ভয় করবে, সত্য কথা বলবে, মিথ্যা, প্রতারণা, ঘুষ, চাঁদাবাজি থেকে দূরে থাকবে।’
তিনি বলেন, ‘এই পরিবর্তনের নেতৃত্ব দিতে হবে তরুণদের। অতীতে সমস্ত বিপ্লব তরুণদের হাত ধরেই হয়েছে, এবারও হবে ইনশাআল্লাহ।’
তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য কোনো বিশেষ দল বা ব্যক্তিকে ক্ষমতায় বসানো নয়, বরং মানবিক ন্যায়বিচার ভিত্তিক বাংলাদেশ উপহার দেওয়া। আমরা কারও সাথে আপস করব না, অন্যায়ের সামনে মাথা নত করব না। আমরা আল্লাহর ওপর ভরসা করি, দুনিয়ার কোনো শক্তির ওপর নয়।’
ময়মনসিংহ মহানগর জামায়াতের আমীর মাওলানা কামরুল আহসান এমরুলের সভাপতিত্বে ও মহানগর এবং জেলা সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার এবং মোজাম্মেল হক আকন্দের সঞ্চালনায় কর্মী সমাবেশে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. সামিউল হক ফারুকী, ময়মনসিংহ জেলা আ্মীর আব্দুলি করিম , কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক রমজান আলী, নেত্রকোনা জেলা আমীর অধ্যাপক সাদেক আহমেদ হারিছ, জামালপুর জেলা সেক্রেটারি এড. আবদুল আওয়াল, জেলা নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল, অধ্যক্ষ কামরুল হাসান মিলন, মহানগর সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আল হেলাল তালুকদার, শিবিরের জেলা সভাপতি এমদাদুল ইসলাম।
সমাবেশে দেশের বিভিন্ন ইসলামী রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ডা. শফিকুর রহমান বক্তব্যের সময় তারা একে অপরের হাতে হাত রেখে একযোগে মানবিক, দুর্নীতিমুক্ত এবং ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার শপথ নেন।
সূত্র: আমার দেশ।