পাবনার ভাঙ্গুড়ায় ১৭ রমজান ঐতিহাসিক বদর দিবস উপলক্ষ্যে আলোচনাসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ভাঙ্গুড়া উপজেলা শাখা এর আয়োজন করে।মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে এই আলোচনা সভা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আবু হুরায়রা রিদয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখে,জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি আজাদুজ্জামান মিয়া।
সাধারণ সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা ছাত্র শিবিরের আইন সম্পাদক এনামুল হক বাকি,জেলা ছাত্র শিবিরের মাদ্রাসা সম্পাদক নাজিম উদ্দিন সরকার প্রমুখ । ইফতার পূর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শিবির নেতা আজাদুজ্জামান মিয়া।