পাবনার ভাঙ্গুড়ায় সাড়ে চার বছরের এক শিশুকে বলাৎকার চেষ্টার অভিযোগে বাঁধন (১৯) নামের এক কিশোরকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। আজ মঙ্গলবার (১৮ মার্চ) ভোরে অভিযান চালিয়ে নিজ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযুক্ত কিশোরের বাড়ি পৌরসভার দক্ষিণ মেন্দা আদর্শ গ্রাম এলাকায়। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, অভিযুক্ত বাঁধন গত রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে তার প্রতিবেশির সাড়ে চার বছরের এক শিশুকে কুকুর ছানা দেখানোর কথা বলে বাড়ির বাইরে নিয়ে যায়। এরপর বাড়ির পাশের এক নির্জন গলিতে নিয়ে গিয়ে শিশুটিকে বলাৎকারের চেষ্টা চালায়। এসময় প্রতিবেশি এক নারী তাদেরকে উলঙ্গ অবস্থায় দেখতে পেয়ে ছুটে আসলে বাঁধন দৌড়ে পালিয়ে যায়।
এঘটনায় রোববার রাতে শিশুটির মা ভাঙ্গুড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। পরে আজ মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে ওই কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ ।
ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত কিশোর ঘটনার সত্যতা স্বীকার করেছেন। দুপুরে তাকে পাবনা আদালতে সোর্পদ করা হয়।