মানিক হোসেন,স্টাফ রিপোর্টার : পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া ও মন্ডুতোষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ রবিবার (০৪ অক্টোবর) রিটার্নিং ও ভাঙ্গুড়া উপজেলা নির্বাচন অফিসার এর কার্যালয়ে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর ছিল মনোয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন। শেষ দিনে দুই ইউনিয়ন পরিষদের ১০ জন চেয়ারম্যান পদ প্রার্থীর মধ্যে ভাঙ্গুড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শফিকুল ইসলাম তার মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। ফলে চুড়ান্ত প্রার্থী তালিকায় দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে ০৯ জন,সাধারণ সদস্য পদে ৫৪ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দিতায় করবেন।
ভাঙ্গুড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা হলেন আওয়মালীগ মনোনীত বর্তমান চেয়ারমান মোঃ বেলাল হোসেন খান (নৌকা),বিএনপি মনোনীত মোঃ জাহাঙ্গীর আলম বিদ্যুত(ধানের শীষ),স্বতন্ত্র প্রার্থী গোলাম ফারুক টুকন(ঘোড়া),স্বতন্ত্র প্রার্থী মোঃ জাহিদুজ্জামান জিন্নাহ(আনারস)। এছাড়া সংরক্ষিত আসনে ৯জন নারী ও সাধারণ সদস্য পদে ২৯জন প্রতীক বরাদ্দ পেয়েছেন।
মন্ডুতোষ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীরা হলেন আওয়ামীলীগ মনোনীত মোঃ আফসার আলী(নৌকা),বিএনপি মনোনীত মোঃ আকরাম হোসেন মাষ্টার (ধানের শীষ),স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুর রশিদ(আনারস),স্বতন্ত্র প্রার্থী নুর ইসলাম মিন্টু(ঘোড়া),স্বতন্ত্র প্রার্থী মোঃ জাকির হোসেন (মোটর সাইকেল)। এছাড়া সংরক্ষিত আসনে ৮জন নারী ও সাধারণ সদস্য পদে ২৫জন প্রতীক বরাদ্দ পেয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার রোকসানা নাসরিন জানান,চেয়ারম্যান পদ থেকে একজন এবং সদস্য পদ থেকে নয়জন প্রার্থীতা প্রত্যাহারের পর ভাঙ্গুড়া ও মন্ডুতোষ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন, সাধারণ সদস্য পদে ৫৪ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৭ প্রার্থীকে আজ রবিবার প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
আগামী ২০ অক্টোবরে মঙ্গলবার ওই দু’টি ইউপি নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তিনি আরো বলেন,সুষ্ঠু ও শান্তিপুর্ণ ভোট গ্রহণের জন্য সকল প্রার্থীদের প্রচার-প্রচারনায় সমান সুযোগ এবং ভোটারদের স্বতস্ফুর্ত অংশ গ্রহনের লক্ষ্যে আমরা কাজ করছি।
এদিকে ওই দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ত্রিমুখী লড়াই হবে বলে এলাকার ভোটারগণ মনে করেন। ভাঙ্গুড়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান বেলাল হোসেন খান নৌকা প্রতীক পেয়ে অপেক্ষাকৃত ভালো অবস্থানে রয়েছেন। তবে গত নির্বাচনে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত জাহাঙ্গীর আলম বিদ্যুত এবার ধানের শীষ প্রতীক পেয়ে একই অবস্থানে রয়েছেন বলেও ভোটারগণ মন্তব্য করেন। এ কারণে বিদ্যুতের সহানুভুতি ভোট বাড়তে পারে বলেও তারা মনে করছেন।
স্বতন্ত্র প্রার্থী গোলাম ফারুক টুকন দীর্ঘদিন ধরে মাঠে প্রচারণা চালিয়েছেন। তিনি বিভিন্ন গ্রামের ইসলামী জালছায় অনুদানও দিয়েছেন। এ কারণে পুর্ব থেকেই তার কিছু সমর্থক রয়েছে। তাই এই তিনজনের মধ্যে মুল লড়াইটা হবে বলে সাধারণ ভোটারদের ধারণা।
মন্ডুতোষ ইউনিয়নের আফসার আলী নৌকা প্রতীক পেয়ে সুবিধাজনক অবস্থানে থাকলেও স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুর রশীদের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। অপরদিকে তরুণ ও সুদর্শন নুর ইসলাম মিন্টু শক্ত হাতে ঘোড়ার লাগাম ধরে দৌড়ে চলেছেন। তাই এ ইউনিয়নে মুল প্রতিদ্বন্দিতায় এরাই থাকবেন বলে সবার ধারনা।