পাবনার ভাঙ্গুড়ায় রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে র্যালি ও সমাবেশ করেছে উপজেলা জামায়াতে ইসলামী।আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ জামে মসজিদ থেকে একটি র্যালি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে শরৎনগর বাজার ধানহাটা এলাকায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মহির উদ্দিন, সেক্রটারি অধ্যাপক আবুল হাশেম,নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান, উপজেলা সূরা সদস্য অধ্যাপক তৈয়ব আলী,
উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আব্দুস সাদিক,উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আবু হুরায়রা হৃদয় প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন,পবিত্র মাহে রমজান আমাদের মাঝে সমাগত। রমজানের পবিত্রতা রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।এই জন্য দিনের বেলায় সকল হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখুন। এসময় নিত্যপণ্যের দাম বাড়িয়ে না দিয়ে সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ীদের প্রতি আহবান জানান জামায়াত নেতৃবৃন্দ।