‘স্মার্ট হবে স্থানীয় সরকার,নিশ্চিত করবে সেবার অধিকার’- এই শ্লোগানকে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়ায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার ( ২৫ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক তাসমীয়া আক্তার রোজীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন জাহান, শিক্ষা কর্মকর্তা সেকেন্দার আলী,মৎস্য সম্প্রসারণ অফিসার আলী আজম,উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট মজিবুর রহমান, জেলা জামায়াতে ইসলামীর তরবিয়ত সেক্রেটারি অধ্যাপক মাওলানা আলী আজগর, উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি জাহিদুর রহমান দুলাল প্রমুখ।
এর আগে একটি শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর এলাকা প্রদক্ষিণ করে।