পাবনার ভাঙ্গুড়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. নাজমুন নাহার।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিয়া আক্তার রোজী, কৃষি কর্মকর্তা শারমিন জাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্প কর্মকর্তা ডা. হালিলা খানম, থানার ওসি (তদন্ত) আব্দুল করিম, সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম,জেলা জামায়াতে ইসলামীর তরবিয়ত সেক্রেটারি অধ্যাপক মাওলানা আলী আছগার,প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুব উল আলম বাবলু, উপজেলা বিএনপির সদস্য সচিব সরদার জাফর ইকবাল হিরোক, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মহির উদ্দিন,পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুর ইসলাম বুরুজ, উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি জাহিদুর রহমান খান দুলাল প্রমুখ। পরে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
মনি/ফা