খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শুরা অধিবেশনে ২০২৫-২৬ সেশনের জন্য ১১৮ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী পরিষদ নির্বাচন এবং শপথ অনুষ্ঠিত হয়। এতে আমিরে মজলিস নির্বাচিত হন মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব নির্বাচিত হন ড. আহমদ আবদুল কাদের।
শনিবার রাজধানীর শাহজাহানপুর মাহবুব আলী ইনস্টিটিউট মিলনায়তনে এই অধিবেশন অনুষ্ঠিত হয়।
এসময় মাওলানা আবদুল বাছিত আজাদ বলেন, দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে রাজনৈতিক দলগুলোর মধ্যে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের পক্ষে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে ন্যূনতম জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত করতে না পারলে গণ-অভ্যুত্থানের সুফল স্থায়ী হবে না। দেশ আবারো গভীর খাদের কিনারায় পৌঁছাবে যেখান থেকে উত্তরণ অসম্ভব হয়ে দাঁড়াবে।
তিনি বলেন, আমাদের ভুলে গেলে চলবে না, পতিত ফ্যাসিস্ট সরকার ও তাদের বিদেশি প্রভুর ইন্ধনে বিগত মাসগুলোতে দেশে সাম্প্রদায়িক উসকানি, পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীলতা, বিভিন্ন অন্যায্য দাবি-দাওয়া নিয়ে রাজধানীতে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করা হয়েছিল। গণ-অভ্যুত্থানের পক্ষে ঐক্য অটুট রাখতে স্বার্থের ঊর্ধ্বে উঠে রাজনৈতিক দলসমূহের মধ্যে আন্তদলীয় সংলাপ অব্যাহত থাকা দরকার। প্রকাশ্যে বিভেদ ও কাদা ছোঁড়াছুঁড়ি বন্ধ করে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের পক্ষে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য সুসংহত করা সময়ের অপরিহার্য দাবি।
কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নির্বাচিত অন্যান্য সদস্য হলেন, নায়েবে আমির- মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা হাফিজ মজদুদ্দিন আহমদ, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, মাওলানা আবদুল কাদির সালেহ, অধ্যাপক সিরাজুল হক, মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক, মুফতি আবদুল হামিদ, যুগ্ম মহাসচিব- অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, এ বি এম সিরাজুল মামুন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো: আবদুল জলিল, সদরুজ্জামান খান, ডা: এ এ তাওসিফ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো: মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, অধ্যাপক ড. আহমদ আসলাম, মাওলানা সামছুজ্জামান চৌধুরী, মাস্টার আবদুল মজিদ, অধ্যাপক মাওলানা এসএম খুরশিদ আলম, মাওলানা শেখ সালাহ উদ্দিন, সহকারী সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান, ডা. হাসানুজ্জামান হেলাল, ডা. আসাদুল্লাহ, খন্দকার শাহাবুদ্দিন আহমদ, মুফতি আবদুল হক আমিনী, বোরহান উদ্দিন সিদ্দিকী প্রমুখ।
সূত্র: আমার দেশ