পাবনার ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত ১২ টার দিকে উপজেলার সারুটিয়া গ্রামের নিজ বাসা থেকে পাবনা ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। সে চাটমোহর উপজেলার হান্ডিয়ালের একটি বিস্ফোরক মামলার আসামি ছিলেন।
আওয়ামী লীগ নেত্রী পাখি সাবেক এমপি মকবুল হোসেনের অত্যন্ত আস্থাভাজন ছিলেন। এমপির আর্শীবাদে তিনি দুইবার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।
বিষয়টি নিশ্চিত করে চাটমোহর থানার ওসি মঞ্জুরুল আলম বলেন, চাটমোহর উপজেলার হান্ডিয়ালের একটি বিস্ফোরক মামলার আসামি ছিলেন পাখি। রাতে ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। শনিবার সকালে আদালতের মাধ্যমে তাকে পাবনা জেল হাজতে পাঠানো হয়।