পাবনার ভাঙ্গুড়ায় বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ মাঠে জেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ খান মন্টু, যুগ্ম আহবায়ক আনিসুল হক বাবু, আবু ওবায়দা শেখ তুহিন, ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহবায়ক নূর মোজাহিদ স্বপন, সদস্য সচিব জাফর ইকবাল হিরোক, উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম, জেলা ও উপজেলা বিএনপির কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।