দীর্ঘ এক যুগ পর আজ শুক্রবার (২৪ জানুয়ারি) পাবনার ভাঙ্গুড়া পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজে বেলা ৩ টা থেকে ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।পৌরসভার ৯টি ওয়ার্ডের ৫৬৭ জন ভোটার (কাউন্সিলর) তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। জেলা বিএনপি নেতা এডভোকেট মির্জা আজিজুর রহমান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করবেন।
সম্মেলনে সভাপতি পদে পৌর বিএনপির আহবায়ক মো. রফিকুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম স্বপন, সাধারণ সম্পাদক পদে পৌর বিএনপির সদস্য সচিব মো. ছাইদুল ইসলাম বুরুজ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. শাহিনুর রহমান শাহিন, সাংগঠনিক সম্পাদক পদে পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মো. মোতালেব হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুস সালাম নূর, ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল আলীম ও ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. মধু সরকার।
দলীয় সূত্রে জানা গেছে, ভাঙ্গুড়া পৌরসভার ৯টি ওয়ার্ড কমিটির সকল সদস্যই (ভোটার) কাউন্সিলর হিসেবে বিবেচিত হবেন। কাউন্সিলরদের সরাসরি ভোটে পৌর নেতা নির্বাচিত হবেন। প্রতিটি ওর্য়াড কমিটির সদস্য সংখ্যা ৭১ জন। তবে ৩ ও ৬ নং ওয়ার্ডের সদস্য সংখ্যা ৩১ জন এবং ৯ নং ওয়ার্ডে ৭৯ জন। মোট (ভোটার) কাউন্সিলরের সংখ্যা ৫৬৭ জন।
এ বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার বলেন, সুষ্ঠ ও সুন্দরভাবে সম্মেলন সম্পন্ন করার জন্য দলের পক্ষ থেকে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালের ২৬ সেপ্টেম্বর ভাঙ্গুড়া পৌর বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়। মো. রফিকুল ইসলাম আহবায়ক ও মো. ছাইদুল ইসলাম বুরুজকে সদস্য সচিব করা হয়।