পাবনার ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে ১০ দিনব্যাপি গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ-২০২৫ উদ্বোধন হয়েছে।
রোববার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার খানমরিচ ইউনিয়নের সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মমতাজ মহল।
এসময় ভাঙ্গুড়া উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কামরুল ইসলাম, সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা খাতুন, উপজেলা আনসার কোম্পানী কমান্ডার শেখ সাখাওয়াত হোসেন, খানমরিচ ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার জাকারিয়া হোসেন, খানমরিচ ইউনিয়ন দলনেতা দুলাল মিয়া, মন্ডতোষ ইউনিয়ন দলনেতা সবুজ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় সূত্রে জানা গেছে, প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও ভাতা প্রদান করা হবে।
উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উপজেলা প্রশিক্ষক সামিউল ইসলাম বলেন, প্রশিক্ষণে অংশগ্রহণকারী সকল সদস্য-সদস্যরা উল্লিখিত প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নিজেদের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনীতিকে উজ্জীবিত করতে বলিষ্ঠ ভূমিকা রাখতে সক্ষম হবে।