পাবনার আটঘরিয়া উপজেলার হিদাসকোল দক্ষিণপাড়া জামে মসজিদের মাইক চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে হিদাসকোল গ্রামে এই ঘটনা ঘটে।
মসজিদ কমিটি সূত্রে জানা গেছে, উপজেলার একদন্ত ইউনিয়নের হিদাসকোল দক্ষিণপাড়া গ্রামে সঙ্ঘবদ্ধ চোরের দল মসজিদের ছাদের উপর থেকে মাইক চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ঐ এলাকার মাইক চুরি আতঙ্ক বিরাজ করছে।
শিক্ষক ফজলুর রহমান জানান, এই দিন রাতে একদল চোর একদন্ত ইউনিয়নের বিভিন্ন গ্রামে গরু চুরি থেকে শুরু করে অটোভ্যান,অটোরিকশা, বিদ্যুতের মিটারসহ বিভিন্ন ধরনের চুরি সংঘটিত হচ্ছে। এতে করে অপরাধমূলক কর্মকাণ্ড দিন দিন বেড়ে যাচ্ছে।
মসজিদের মোয়াজ্জেম হাবিবুর রহমান জানান, মসজিদের মাইকে ঐদিন ভোরে ফজরের আযান দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল। পরে আযান দেওয়ার সময় মাইকের কোন আযানের শব্দ না শুনা গেলে মসজিদের ছাদের উপরে উঠে দেখি মাইক চুরি হয়েছে।
বিষয়টি এলাকাবাসীর নজরে আসলে মাইক সবাই বিস্ময় প্রকাশ করেন।