পাবনার ভাঙ্গুড়ায় এক মাছ ব্যবসায়ীসহ তিনজনকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নৌবাড়ীয়া ওয়াপদাবাঁধ অটোস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে বলে জানা যায়।
আহতরা হলেন- উপজেলার দিলপাশার ইউনিয়নের পাটুল গ্রামের দীবেন্দ্রর ছেলে জিতেন চন্দ্র (৫৭) ও তার ছেলে জয় (১৮)। একই এলাকার অটো ভ্যান চালক। তবে তার নাম পরিচয় জানা যায়নি। এ ঘটনায় ভুক্তভোগী জিতেন চন্দ্র থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
জানা গেছে, মঙ্গলবার সকালে মাছ ব্যবসায়ী জিতেন ও তার ছেলে জয় রুই মাছের পোনা নিয়ে অটোরিকশা যোগে বাড়ি ফিরছিলেন। পথে উপজেলার নৌবাড়ীয়া ওয়াপদাবাঁধ অটোস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একই এলাকার আবুল কালাম, আলামিন ও শাকিল তাদেরকে অতর্কিতভাবে মারধর করে। এ সময় গাড়িতে থাকা মাছের পোনাগুলো রাস্তায় ফেলে দেয়। এত জিতেনের ৫১ হাজার টাকার মাছের পোনার ক্ষতি সাধন হয়। পরে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।
ভুক্তভোগী জিতেন চন্দ্র বলেন, ‘অতর্কিতভাবে তারা আমাদেরকে মারধর করেছে। এসময় তারা আমার ৫১ হাজার টাকার রুই মাছের পোনা রাস্তায় ফেলে দিয়ে নষ্ট করে দেয়। এখন নানাভাবে আমাকে হুমকি দেওয়া হচ্ছে ।’
অভিযুক্ত আবুল কালাম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘তাদেরকে কোন রকম মারধর করা হয়নি। আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।’
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।