পাবনার চাটমোহর পৌর বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি,সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সভাপতি পদে আসাদুজ্জামান আরশেদ ২৪২ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি এ এম জাকারিয়া পান ২৩০ ভোট।
অপর সভাপতি প্রার্থী আনোয়ার হোসেন মাসুম পান ৫ ভোট। সাধারণ সম্পাদক পদে সাবেক ছাত্রনেতা তৌহিদুল ইসলাম তাইজুল ২৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বি পাবনা জজ কোর্টের এপিপি এ্যাড.সাইদুর রহমান পেয়েছেন ১৮১ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে ২২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শেখ মোঃ জিয়ারুল হক সিন্টু। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন মোঃ আঃ মুত্তালিব,তিনি পেয়েছেন ১৪১ ভোট। এ পদে রকিবুল ইসলাম মিলু পান ৬২ ভোট ও লিটন আলী পান ২৬ ভোট। ভোটগ্রহণ শেষে শনিবার রাত ৮টার দিকে নির্বাচনী ফলাফল ঘোষনা করেন নির্বাচন কমিশন।
গত শনিবার (১১ জানুয়ারি) সরকারি আরসিএন এন্ড বিএসএন মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে চাটমোহর পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির আহবায়ক এ এম জাকারিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব এ্যাড.সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনের প্রথম পর্বের উদ্বোধন করেন পাবনা-৩ আসনের সাবেক এমপি,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কে এম আনোয়ারুল ইসলাম।
প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা বিএনপির আহবায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি ছিলেন পাবনা জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড.মাকসুদুর রহমান মাসুদ খন্দকার। সম্মেলনে জেলা,উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য দেন।