ভাঙ্গুড়া(পাবনা)থেকে মেহেদী হাসান :পাবনার ভাঙ্গুড়া উপজেলার মন্ডুতোষ ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনে ধানের শীষের সমর্থনে ঐক্যবদ্ধ থাকতে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি আহবান জানিয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব এড. মাসুদ খন্দকার । তিনি বলেন ,জাতীয়তাবাদী দল বিএনপির পতাকা তলে ভিড়তে লোকের এখন অভাব নেই, কিন্তু সাবধান ! হাইব্রিডরা যেন কোনো ভাবেই ভিতরে ঢুকে পরতে না পারে। বিগত ১৭টা বছর যারা বিএনপির নেতা-কর্মীদের নির্যাতন,নিপীড়ন করেছে তাদের বিচার হবেই হবে। তাই দলের সেইসব ত্যাগী ও নিপীড়িতদের এখন মূল্যায়নের সময় এসেছে। নয়া কমিটিতে তাদেরকে স্থান করে দিতে সবাইকে কাজ করতে হবে। বিএনপির দুর্দিনে যারা মাঠে ছিলেন না,তারা কখনো নির্যাতনের শিকারও হননি। তাই জেল-জুলুম কি জিনিস তারা বুজতে পারছেন না। এজন্য দলের পরীক্ষিত ব্যক্তিদের নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ আসন দেওয়ার আহবানও জানান তিনি।
সোমবার (০৬ জানুয়ারি) বিকেল ৪টায় বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মন্ডতোষ ইউনিয়ন বিএনপির বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথির ভাষণে জেলা বিএনপির সদস্য সচিব এড. মাসুদ খন্দকার এসব কথা বলেন। এতে উপজেলা বিএনপির সদস্য ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদের সভাপতিত্ব করেন।
অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ নুর মোজাহিদ স্বপন। ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব নায়েব আলী সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক জাফর ইকবাল হিরোক, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল আজিজ, যুগ্ম আহ্বায়ক মোঃ নুরুল ইসলাম বরাত,
যুগ্ম আহ্বায়ক মোঃ আবু হেনা মোস্তফা কামাল রেজা ও যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ আলতাব হোসেন খান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ ফরিদুল ইসলাম ফরিদ ও যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ শাহিনুর রহমান শাহীন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ আখিরুজ্জামান মাসুম ও সদস্য সচিব আব্দুল মালেক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ এস এম হুমায়ূন কবির। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সরকার হুমায়ূন আহমেদ মুন ও সদস্য সচিব মোঃ লিখন সরকার, মন্ডতোষ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ মাসুদ রানা ও মন্ডতোষ ইউনিয়ন মহিলা দলের প্রস্তাবিত সভাপতি মোছাঃ আছমা আক্তার, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম ও ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ আপন আহমেদ সহ প্রমুখ।
এডভোকেট মাসুদ খন্দকার ইউনিয়ন বিএনপির এই বিশাল কর্মী সম্মেলনে কর্মীদের ব্যাপক উপস্থিতি ও স্বতস্ফূর্ত অংশ গ্রহণের জন্য জেলা বিএনপির পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানান।
পরে এডভোকেট মাসুদ খন্দকার উপজেলা রুপসী হাইস্কুল মাঠে কৃষকদলের অপর এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন। সেখানে উপরোক্ত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া রাতে মাসুদ খন্দকার ভাঙ্গুড়া ইউনিয়নের শান্তিনগর ও চরভাঙ্গুড়া গ্রামের দুটি বড় ইসলামী জালাছায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন।