চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম শুক্রবার রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইসলামি শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বললেন, পিআর (প্রোপরশোনাল রিপ্রেজেন্টেশন) বা আনুপাতিক প্রতিনিধিত্ব সিস্টেম ছাড়া এদেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না।
মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, বিগত ৫৩ বছরে কেউ দেশের প্রকৃত সেবা করতে পারেনি। ফ্যাসিস্টের দোসররা সব জায়গায় ঘাপটি মেরে বসে আছে। সুযোগ পেলেই ছোবল মারবে। দেশ নিয়ে কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না।
তিনি বলেন, জনগণ ফ্যাসিস্টদের ক্ষমতায় বসতে দেবে না। যারা দেশপ্রেমিক রয়েছেন, তাদের বলতে চাই এ দেশটা আমাদের। যারা এ দেশ নিয়ে ছিনিমিনি খেলবে, তাদের ছেড়ে দেয়া যাবে না।
চরমোনাই পীর আরও যোগ করে বলেন, আওয়ামীলীগ মূলত ভারতের সরকার ছিল, তারা ভারতের হয়ে কাজ করেছে। দেশের মানুষের জন্য কাজ করেনি। ২৪-এর গণঅভ্যুত্থানে রেশ এখনো কাটেনি, এমন অবস্থাতেও দেখতে পাচ্ছি অন্তর্বর্তী সরকার অগোছালোভাবে দেশ পরিচালনার কাজ করে যাচ্ছে। তাদের ভুল ত্রুটি থাকতেই পারে। আমাদের দায়িত্ব হলো তাদের সহযোগিতা করা ও পরামর্শ দেয়া।
এফএনএস