পাবনার ভাঙ্গুড়ায় ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উদযাপন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নাজমুন নাহার।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাসমিয়া আক্তার রোজী, ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম,জেলা জামায়াতে ইসলামীর তরবিয়ত সেক্রেটারি অধ্যাপক মাওলানা আলী আজগর, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির ডা. মাওলানা মহির উদ্দিন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামীম হাসান,ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফারুক, উপজেলা যুবদলের আহবায়ক ফরিদুল ইসলাম,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব লিখন সরকার, পৌর ছাত্রদলের আহবায়ক রাসেল রানা পিন্টু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সামিউল ইসলাম তাজ প্রমুখ।
এর আগে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।