শুক্রবার গুলশানে জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে আয়োজিত সমাবেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর হুঁশিয়ার দিয়ে বললেন, জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের সহায়তা দিতে ব্যর্থ হলে উপদেষ্টাদের মন্ত্রণালয়ে ঢুকতে দেয়া হবে না।
সম্প্রতি বিপ্লবে অংশ নেয়া ছাত্রদের মৃত্যুর ঘটনা নিয়েও ধোঁয়াশা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, যাদের রক্তের বিনিময়ে সরকার গঠিত হলো তাদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে পারেনি সরকার।
নুর আরও যোগ করে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনে ভারত উদ্বিগ্ন। দেশে প্রতিবিপ্লবের ষড়যন্ত্র চালাচ্ছে ভারত।
এফএনএস